
বিশেষ প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ায় নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে নেত্রকোণা সরকারী কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষাথীদের উদ্যোগে কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস ও পৌর সড়ক প্রদক্ষিন করে আবারো কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারী কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে সরকারী কলেজ শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।
এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ায় নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা।