জলাবদ্ধতা নিরসনের দাবীতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৫টি বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উপল শহর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবক আব্দুল মান্নান, মাখন মিয়া, ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, অপরিকল্পিভাবে বাধ দেওয়া এবং পুকুর খননের ফলে জলাবদ্ধতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়াসহ প্রায় শতাধিক পরিবার তাদের নিজ বাড়ী ছেড়ে অন্যত্র অবস্থান নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। এছাড়া উপলশহর, বিষ্ণপুর, নওপাড়া, লক্ষীপুর, বিনোদ শাহ বিলে ৯’শ একর জমিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সারাবছর কোন ফসল ফলন ফলানো সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের সহ সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।