মোহনগঞ্জ পৌরসভার নান্দনিক কার্যক্রম বিষয়ক মতবিনিময়

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার উন্নয়ন কার্যক্রম নিয়ে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল প্রমুখ।
এসময় বক্তারা জানান, ২০ কোটি টাকা ব্যয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি নান্দনিক শিশু পার্ক নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে।
মতবিনিময় সভায় পৌর মেয়র জানান, পৌরসভার নান্দনিকতার জন্য পৌরসভা এ বছর যে বরাদ্ধ পেয়েছে তা ৪৬ বছরের মোট বরাদ্ধের চেয়েও বেশী।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।