
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে শুক্রবার রাতে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, ওসি মোঃ শওকত আলী প্রমুখ।এ সময় স্থানীয় বাস , ট্রাক, অটো রিকসা, ভটবডি, ফাইটার, লেগুনা, হ্যান্ডট্রলিসহ বিভিন্ন যানবাহনের চালক, মালিক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নিদৃষ্ট স্থানে পৌর সভার নিয়ম মেনে এবং লাইসেন্স করে যান বাহন চালাতে নির্দেশনা প্রদান করা হয়।