
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশন।
আজ ছুটির দিন থাকার সত্ত্বেও ভোর সকালে কিছু বাস ছেড়ে গেলেও সকাল ১০টার পর থেকে আর কোন যাত্রীবাহী বাস রাস্তায় চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিক-শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতিসহ নিরাপত্তা নেই। তাই নিরাপত্তাজনিত কারনে ফেডারেশনের নির্দেশে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।