নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম উপলক্ষ্যে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কার্যক্রম ও জেলার উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. রফিক উল্লাহ খান।
এসময় বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড: আমিনূল ইসলাম খান, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক নূর খান মিঠু, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল আমিন, অধ্যাপক ভজন সরকার, সহকারী অধ্যাপক সরোজ মোস্তাফা, পানি উন্নয়ন বোর্ডের নির্বার্হী প্রকৌশলী মোহাম্মাদ আক্তারুজ্জামান, আওয়ামীলীগ নেতা গাজি মোজাম্মেল হোসেন টুকু, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কর্মরত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আইন পাশ ও উপাচার্য নিয়োগ গেজেট প্রকাশের পর জমি অধিগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করতে সকলে মতামত ব্যক্ত করে এবছরেই শিক্ষা কার্যক্রম শুরু আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।