নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড

বিশেষ প্রতিনিধি : বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নেত্রকোণায় জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।
সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশী বাঁধা উপেক্ষা করে জেলা বিএনপি নেতৃবৃন্দ সেখানেই বিক্ষোভ সমাবেশ শুরু করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, দলের সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল হক। এ সময় পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের বাক বিতন্ডা হয়।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, জেলা মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা দেওয়ান রনু, যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, সহ তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান খান রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, ফারুক তালুকদার, সিরাজুল ইসলাম তালুকদার রুবেল, শরিফুল ইসলাম সবুজ, মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক, জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিক, শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী ও মিন্টু প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।