
নাটোর প্রতিনিধি:বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ৯ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়। সেখান থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাটোর প্রেসক্লাবের সামনে ফিরে আসে। পরে সেখানে তারা মানববন্ধন করে। মানববন্ধন কালে বক্তব্য রাখেন নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সভাপতি কাওসার আহমেদ, মেহেদী হাসান, মারজিয়া মনসুর আর্শি, রাজিউল ইসলাম, আদিত্য, সারোয়ার জাহান প্রমুখ। এ সময় বক্তারা সড়ক দূর্ঘটনায় নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে তারা নিরাপদ সড়কের নিশ্চয়তারও দাবী জানান।