
ত্রিশাল প্রতিনিধি: “যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”। ২০১৬ সালের ১২ এপ্রিল ত্রিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু জাফর রিপন। মঙ্গলবার দুপুরে তার শেষ কর্মদিবসে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন তিনি।
এমপি বিহীন ত্রিশালে ২০১৬ সালের ১২ এপ্রিল থেকে ২৯ জুলাই রোববার পর্যন্ত আবু জাফর রিপন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। ওই দুই বছর তিন মাস ১৭ দিনে কুড়িয়েছেন বেশ সুনাম। বাল্যবিয়ে ও যৌন হয়রানী প্রতিরোধ ব্রিগেড গঠনের উদ্ভাবক হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পেয়েছেন জনপ্রশাসন পদক-২০১৮। সবুজ ত্রিশাল গড়ার লক্ষে উপজেলার সকল শিক্ষার্থীদের মাঝে বিতরন করেছেন তিন লক্ষ পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করে সবুজ ত্রিশাল গড়ার কারিগর হিসেবে পেয়েছেন খ্যাতি। ময়মনসিংহ বিভাগে ও জেলার শ্রেষ্ট ইওএনও সহ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পেয়েছেন সম্মাননা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের পাশাপাশি এমপি বিহীন ত্রিশালে মানব সেবায় এ প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেরিয়েছেন। পেয়েছেন সম্মান কুড়িয়েছে সুনাম।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আসেন তাকে বিদায় জানাতে। পরে ত্রিশাল প্রেসক্লাবে বিদায় সম্বর্ধনা আবেগ আব্লুত কান্নাজড়িত কন্ঠ নিয়ে বলেন দুবছর তিনমাস ত্রিশাল উপজেলায় কাজ করতে গিয়ে চেষ্টা করেছি সততা মাধ্যমে রিজেদের যোগ্যতাকে কাজে লাগিয়ে জনগনের সেবা করার। অনেক প্রতিকুল অবস্থা মোকাবেলা করেও সর্বস্তরের মানুষের সহযোগিতায় কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য কাজ করেছি। জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করেছি। আমরা সম্মিলিত ভাবে কাজ করলে এ দেশটিকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ে ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ও ইউএনও’র সহধর্মীনী শাকিলা তামান্না,ত্রিশাল প্রেসক্লাবের সভঅপতি খোরশিদুল আলম মজিব,সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, সহ সভাপতি হোসাইন শাহীদ,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান সহ অন্যান্যদের উপস্থিতিতে শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন তিনি।
উল্লেখ্য ইওএনও আবু জাফর রিপন ২৭তম বিসিএসে যোগদান করার পর বিভিন্ন উপজেলায় সহকারী কমিশার ও ইওএনও দায়িত্ব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উচ্চতর ডিগ্রীর জন্য স্কলারশীপ নিয়ে জাপান যাচ্ছেন।