কুসংস্কার দূরীকরণ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন-জেলা প্রশাসক মঈনউল ইসলাম

মদন প্রতিনিধি : নেত্রকোণার মদনে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে সোমবার উপজেলার কাপাসাটিয়া গ্রামে উপকার ভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রশাসক ডা: মো: ফখরুল হাসান চৌধুরী টিপু, প্রকল্প সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সারোয়ার জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, উপকারভোগী খায়সার আহমেদ, কল্পনা আক্তার,আয়শা আক্তার প্রমূখ।
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলকে ন্যায় নিষ্টার সাথে কাজ করে সমাজের কুসংস্কার দূরীকরণ ও জনগণের ভাগ্য উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।