কলমাকান্দায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বরদল আব্দুল জব্বার আনছারী মেমোরিয়াল কলেজে নবীন বরণ ও ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে অত্র কলেজ মিলনায়তনে ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো.ফখরুল ইসলাম ফিরোজ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, রহিমপুর মাদ্রাসার সুপার আবু সাঈদ খান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, বড়খাপন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিস, অত্র কলেজের শিক্ষার্থী ফাল্গুনী আক্তার ও নাদিয়া আফরিন প্রমুখ। অত্র কলেজের প্রভাষক মো.রেজাউল হক বলেন, এ বছর নেত্রকোণা জেলার মধ্যে আমাদের আব্দুল জব্বার আনছারী মেমোরিয়াল কলেজটি এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল (৯০.২০%) অর্জন করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।