নেত্রকোণায় পুলিশের হাত থেকে হত্যা মামলার আসামি পলায়ন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় কোট পুলিশের কাছ থেকে মিলন মিয়া (৩২) নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। রোববার বেলা ১১টার দিকে শহরের কুড়পাড় এলাকায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান। এঘটনায় এটিএসআই খায়রুল সহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মিলন মিয়ার বাড়ি বারহাট্টা উপজেলার কালিকা গ্রামে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। রোববার তাকে কারাগার থেকে আদালতে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
কারাগার ও কোট পুলিশ সূত্রে জানা গেছে,রোববার বেলা ১১টার দিকে হত্যা, মারামারি, মাদক, নারী ও শিশু নিযাতনসহ অন্যান্য মামলার ৪৮ জন আসামিকে কোট পুলিশের একটি দল হাজিরার জন্য আদালতে নিয়ে যায়। এর মধ্যে হত্যা মামলার আসামি মিলন মিয়াকে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজার আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু আদালত প্রাঙ্গণে যাওয়ার পর মিলন মিয়া পুলিশের কাছ হাতকড়া খুলে কৌশলে দৌড়ে পালিয়ে যান।
নেত্রকোণা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,‘কোট পুলিশের কাছ থেকে মিলন মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার কথা শুনেছি। এর বেশি কিছু এখনো জানিনা।’
কোট পরিদশক জিয়াউর রহমান জানান, ‘আসামির হাতটি খুব চিকন ছিল। তাই হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশলাফুল আলম জানান,এঘটনায় এটিএসআই খায়রুল সহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পলাতক আসাম কে গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।
এবিষয়ে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে আরো একটি মামলা করা হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।