প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী

ত্রিশাল প্রতিনিধি: মেধার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ স্বর্ণপদক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের শিক্ষার্থী মাহমুদা আক্তার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সালমান আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী আফরোজা ইসলাম লিপি এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তানিয়া সুলতানা।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রীর র্স্বনপদকে নারীরা এগিয়ে রয়েছে। ইতিপূর্বে প্রতিবছরের ন্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বর্ন পদকের তালিকায় নারীরা এগিয়ে ছিল।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।