
বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোণায় জনপ্রিয় টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। তৃতীয়বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় বৃষ্টি উপেক্ষা করেই জেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ সময় সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সিপিবির সাবেক সাধারন সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দুপাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জননেত্র প্রত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক বাংলাভিশনের সাংবাদিক ম.কিবরীয়া চৌধুরী হেলিম, আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক বৈশাখি টিভির সাংবাদিক মনিরুজ্জামান মহসীন, বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশনের সাংবাদিক আলপনা বেগম, চ্যানেল আইএর সাংবাদিক জাহিদ হাসান, টেলিভিশন ফোরামের সাধারন সম্পাদক মাইটিভির সাংবাদিক আনিছুর রহমান, বিটিভি সাংবাদিক কবি শিমুল মিল্কী, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাজী আরিফুল ইসলামসহ অন্যান্য সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাংবাদিক সোহান আহমেদ কাকন।
এ সময় বক্তারা অতিঅল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠা টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের সকল কলাকৌশলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিদন্দন জানান। সেই সাথে ভবিষ্যতে চ্যানেলটির উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
পরে বৃষ্টি উপেক্ষা করেই প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রেসক্লাব সড়ক প্রদক্ষিন করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।