দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৭তম জন্মজয়ন্তী পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১১৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে কমরেড মণি সিংহের পুত্র সিপিবি কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ এর সভাপতিত্বে বিকাল ৩টায় কমরেড মনিসিংহের কর্ম ও ব্যাক্তি জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ:সভাপতি মোঃ আলী আজগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল¬াহ হক, সুজন সভাপতি অজয় সাহা, সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, মনিসিংহের কর্ম ও ব্যাক্তি জীবনের উপর প্রামান্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় ঘৃন্য রাজনীতি ছেয়ে গেয়ে। দেশের উন্নয়নের স্বার্থে এ থেকে পরিত্রানের লক্ষে কমরেড মণি সিংহের জীবনাদর্শের মতো জীবন গড়ার জন্য সকলকে আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।