
বিশেষ প্রতিনিধি: ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার রাজুর বাজারস্থ মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচী ও এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ রুহুল আমীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নেত্রকোনা জেলায় মাছের চাহিদা রয়েছে ৪৮,৮২৯.১৬ মেট্রিক টন। মাছের মোট উৎপাদন ৭৩,০৮২.৬০ মেট্রিক টন। মাছের উদ্বৃত্ত ২৪,২৫৩.৪৪ মেঃ টন। তিনি আরো বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের বংশ নিধন বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে সারা দেশের ন্যায় নেত্রকোনায় ও সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হবে। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ সফল করার জন্য সাংবাদিকসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক অজিত কুমার সাহা ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।