
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকতা হিসেবে যোগদান করেছেন শেখ হাফিজুর রহমান। গত ১২ জুলাই তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। শেখ হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ২৯ তম বিসিএসে এ্যাডমিন ক্যাডারে যোগদান করেন। এর আগে শেখ হাফিজুর রহমান মাদারীপুর, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। শেখ হাফিজুর রহমান জানান ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দিকেও নজর দিবেন তিনি। উপজেলা পরিষদকে আরো জনবান্ধব করতে নেয়া হবে নানান উদ্যোগ।