মোহনগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মশালা

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় যুবদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক। ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়নের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, ওসি আনসারী জিন্নাৎ আলী, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, কামরুন নাহার বুলবুল, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।