
বিশেষ প্রতিনিধি:নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর (১৩) বাল্যবিবাহ বন্ধ হয়েছে। মঙ্গলবার দুপুরে খারনৈই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হকের সহযোগিতায় বিয়েটি বন্ধ হয়।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, কলমাকান্দার খারনৈই ইউনিয়নের ওই মেয়েটি একই ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বিকেলে তার বিয়ের কথা ছিল। বর ছিলেন একই ইউনিয়নের বামনগাও গ্রামের আলাল উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২২)। খবর পেয়ে ওই দিন সকালে জেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিসেফের সিফরডি প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী নারর্গিস আক্তার মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের অনুরোধ জানান। কিন্তু পরিবারের লোকজন একটি ভুয়া জন্মনিবন্ধন সনদ দেখিয়ে তাতে মেয়েটির বয়স প্রাপ্ত দাবি করে এই বিয়ে বন্ধ করতে চাননি। পরে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হককে জানান। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে পরিষদের লোকজনদের নিয়ে এসে বিয়েটি বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি মেয়েটির পরিবারের লোকজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন।
চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ‘মেয়েটির পরিবার গোপনে বিয়ের আয়োজন করেছিল। বাল্যবিবাহের কুফল সমন্ধে তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে মুচলেখা নেওয়া হয়েছে। এ ছাড়া মেয়েটি যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে তারও ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।’