কলামাকান্দায় শিক্ষক হত্যা মামলায় ৭ জন কারাগারে

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাঈদী হত্যা মামলায় ৭ আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তারা হচ্ছেন- উপজেলার বড়খাপন ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জজ মিয়া, তার ছেলে সোহেল, জয়নগর গ্রামের জজ মিয়ার ছেলে ইকরামুল মিয়া, একই ইউনিয়নের উদয়পুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সব মিয়া, বাঘসাত্রা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোশারফ, মো: রোস্তম আলীর ছেলে সোনা মিয়া ও সাদেক আলীর ছেলে রাব্বুল ।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার সাবেক ইউপি মেম্বার জজ মিয়াকে উপজেলার কনুড়া গ্রাম থেকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিজ্ঞ বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে মঙ্গলবার একই মামলার আসামী ইকরামুল, সব মিয়া ও বৃহস্পতিবার সোহেল, মোশারফ, সোনা মিয়া ও রাব্বুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
কলমাকান্দা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জেল হাজতে থাকা জজ মিয়া ব্যতিত বাকি ৬ আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হবে। মামলার অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।