মোহনগঞ্জে সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা বিতরণ

এস,এম, সারোয়ার খোকন : নেত্রকোণার মোহনগঞ্জে মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষনার্থী বেকার মহিলা ও প্রশিক্ষকদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হয়েছে।
সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) আর্থিক সহায়তায় উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটির উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ১৫জন বেকার মহিলার আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ১০দিন ব্যাপী সেলাই প্রশিক্ষন আয়োজন করে উপজেলা পরিষদ।
কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক। ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার বুলবুল, ইউপি চেয়ারম্যান আমিনুন ইসলাম খান সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেলেপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) মোহাম্মদ আব্দুল জলিল জানান, সেলাই মেশিন পরিচালনাসহ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন,ফিতার মাফ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন,বাচ্চাদের জাইঙ্গা,ঘটি পেন্ট ও টেপের ডিজাইন কাটিং ও সেলাইয়ে পারদর্শিতা,মেয়েদের সাধারণ কামিজ, সাধারণ পাজামা, গোল ফ্রগ ও এককাট প্রগের কাটিং সেলাইয়ের পারদর্শিতা অর্জন, মেয়েদের সাধারণ ব্লাউজ,সাধারণ পেটিকোট,ছয়চাট পেটিকোট,সাধারণ মেক্স্রি,ফিতা মেক্স্রি ও মোট মেকির সেলাইয়ের প্রকৃত জ্ঞান অর্জন, ছেলেদের সাধারণ পেন্ট কাটিং ও সেলাইয়ের দক্ষতা অর্জন,কাপড়ের উপর হাতের কাজ(এপলিক) ডলার বসানোর দক্ষতা অর্জন ইত্যাদিও কাজ শেখানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।