১০ কোটি ভিউ ছাড়িয়েছে নেত্রকোণার আরমান আলিফের ‘অপরাধী’

বিশেষ প্রতিনিধি: আরমান আলিফ, ‘অপরাধী’ গানের সূত্র ধরে যার নাম সবার আলোচনায় উঠে এসেছে রাতারাতি। পেশাদার গানের জগতে আরমান আলিফের পথচলা আড়াই মাসও হয়নি। অল্প সময়ে ‘সংগীতের বিস্ময়বালক’ হয়ে উঠেছেন এই তরুণ। কম সময়ে এতো বেশি  বাংলাদেশের ইউটিউব ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এরই মধ্যে ‘অপরাধী’ গান ও ভিডিওটি ১০ কোটির উপরে দেখা হয়েছে।

ইউটিউবে গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করেছে আরমান আলিফের ‘অপরাধী’ গানটি। সবাই যেখানে এখন বিগ বাজেটের গানের ভিডিওর দিকে ঝুঁকছে, সেখানে ‘অপরাধী’র বাজেট একেবারই কম। ইউটিউবে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৭৬ দিনে গানটি দেখা হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ১৮০ বার। এতে মন্তব্য রয়েছে ৮৪ হাজার ৮৮৯টি। গানটিতে লাইক পড়েছে ৭ লাখ ৬৯ হাজার আর ডিজলাইক ৭১ হাজার।

পেশাদার গানের জগতে আরমান আলিফের পথচলা আড়াই মাসও হয়নি। অল্প সময়ে ‘সংগীতের বিস্ময়বালক’ হয়ে উঠেছেন এই তরুণ। সাধারণ কথা আর সহজ সুরে ‘অপরাধী’ শিরোনামের একটি গান গেয়ে সবাইকে চমকে দেন। দিন যতই যাচ্ছে, চমকে যাওয়া শ্রোতার সংখ্যা বাড়ছে। ইউটিউবে ‘অপরাধী’ গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে ১০ কোটি বার দেখা হয়েছে। তা নিয়ে কথা বলার সময় খুব উচ্ছ্বসিত ছিলেন আরমান আলিফ, ‘অপরাধী’ গানের শিল্পী, গীতিকার ও সুরকার।

আরমান আলিফ বলেন, ‘আমার কিন্তু ভালোই লাগছে। শ্রোতারা আমার গান এরই মধ্যে ১০ কোটিবারের বেশি শুনেছেন, দেখেছেন। এটা একেবারেই ধারণার বাইরে। কীভাবে যেন হয়ে গেল। তবে এটা আমার পরের কাজের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, দায়িত্বও বেড়েছে—একই সঙ্গে মানসিক চাপ অনুভব করছি।’

‘অপরাধী’ গানের শিল্পী আরমান আলিফ তাঁর পরের গানের কাজ শুরু করেছেন। গানের শিরোনাম ‘নেশা’। আলিফের একটি ব্যান্ড আছে। ব্যান্ডের নাম ‘চন্দ্রবিন্দু বিডি’। এই ব্যান্ড থেকে প্রথম প্রকাশিত গান ‘নিকোটিন’ (২০১৭)। এরপর প্রকাশিত হয় ‘নেশা’ (২০১৭) গানটি। এই ‘নেশা’ গানটি নতুন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন তিনি। আরমান আলিফ নিজেই ব্যান্ডের জন্য গান লেখেন ও সুর করেন।

আরমান আলিফ বলেন, ‘কোরবানির ঈদে নতুন গান নিয়ে হাজির হব। এটা হবে আমার ব্যান্ডের গান। সবাই মিলে “নেশা” শিরোনামের সেই গানের নিয়মিত মহড়া দিচ্ছি। এখন থেকে ব্যান্ড নিয়ে সামনের দিকে পথ চলব।’

‘অপরাধী’ গান দিয়ে বাজিমাত করা আরমান আলিফের গান তরুণদের অনেকেই কাভার করছেন। বিদেশি ভাষায়ও অনুবাদ হয়েছে গানটি। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা গানটি গেয়ে ফেসবুকে আপলোড করেছেন। বিষয়টি আরমানকে দারুণ আনন্দ দেয়। বললেন, ‘সবাই আমার গান কাভার করছে। একটা গান কিন্তু তখনই কেউ কাভার করে, যখন গানটি তাঁদের ভালোবাসা পায়। আমার গানটি সবার সেই ভালোবাসা পেয়েছে। আমার ভালো লাগছে।’

‘অপরাধী’ গানের সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। এখানে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

নেত্রকোনার ছেলে আরমান আলিফ। ১১ নম্বেভর জন্ম নেত্রকোনায় গ্রহন করে আলিফ। বাড়ি নেত্রকোনা শহরের কাটলি এলাকার বাবা মোহাম্মদ আলী, মা লিপি আক্তার রুনা তিনি আটপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় আলিফ।

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে আরমান এখন পড়ছেন ঢাকা কমার্স কলেজে। ‘অপরাধী’ গানের জন্য বন্ধুদের কাছেও আলোচনার এক নাম আরমান। এর আগে আরমানের দুটি গান এসেছে ইউটিউবে। নিজ উদ্যোগে প্রকাশিত হওয়া সেসব গান তেমন আলোচিত হয়নি। তিন নম্বর গানে এসে রীতিমতো বাজিমাত করেন আরমান। বললেন, ‘আমি খুব সহজ কথা আর সহজ সুরের একটি গান তৈরির চেষ্টা করছি। এই গানের কথার সঙ্গে বাংলাদেশের কেউ না কেউ নিজেকে খুঁজে পাবেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।