সিসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম বিএনপি থেকে বহিস্কার!

হাবিব সরোয়ার আজাদ: দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিলেট সিটি কর্পোরেশান নির্বাচনে (সিসিক) নিজের প্রার্থীতা প্রত্যাহার না করায় দলের হাইকমান্ড থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থায়ী কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাতে বলেন, ‘সিলেটের নির্বাচনের দায়িত্বে আছেন আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এখন সিলেটে রয়েছেন। মঙ্গলবার ঢাকায় এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’
এই বিষয়ে জানতে চাইলে বদরুজ্জামান সেলিম বলেন, ‘আই ডোন্ট মাইন্ড। নো প্রবেলম। আমি ৮ জুলাই সভাপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমি নিজ থেকে পদত্যাগ করা আর আমাকে বাদ দেওয়া, মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই।’প্রসঙ্গত, বদরুজ্জামান সেলিম ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা থেকে সড়ে না যাওয়ার ব্যাপারে এখনো অনড় রয়েছেন তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।