নাটোরে কষ্ঠি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরে কষ্ঠি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামানিকের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে মূর্তিটি হাজির করা হয়।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামানিকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে প্লাস্টার করে রাখা অবস্থায় কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন এনডিসি অনিন্দ্য মন্ডল। বর্তমানে কষ্ঠি পাথরের বিষ্ণমুর্তিটি জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় রাখা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।