কেন্দুয়ায় যুব মহিলালীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি:নেত্রকোণার কেন্দুয়া উপজেলা যুব মহিলালীগের উদ্যোগে শুক্রবার দুপুরে বাংলাদেশ যুবমহিলালীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

শুক্রবার বেলা দুইটার দিকে কেন্দুয়া পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয় । জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা ও পৌর যুবলীগের সভাপতি সভাপতি মাহফুজুর রহমান হিরণসহ উপজেলা যুব মহিলা লীগ, পৌর যুব মহিলা লীগ এবং ইউনিয়ন যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন।
পরে পৌরসভার হলরুমে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে কেন্দুয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসানের সভাপতি ও সাধারণ সম্পাদক রেহেনা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুমী আক্তার,শিক্ষা বিষয়ক সম্পাদক মিতু তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এছাড়াও এ সময় পৌর যুবমহিলালীগের সভাপতি বিলকিছ আক্তার জবা ও সাধারণ সম্পাদক রানী খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।