নাটোরে পুকুর থেকে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরে নিখোঁজের ৩দিন পর জহির ফকির (৩২) নামে এক অটো রিক্সা চালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বুড়ি বটতলার গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির ফকির সদর উপজেলার ছোট জংলী এলাকার মৃত জয়েন ফকিরের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, গত সোমবার সকালে প্রতিদিনের মতো জহির তার অটো রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। তারপর সে আর বাড়ী ফিরে আসেনি। এরপর এলাকা সহ আশেপাশের সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বুড়ি বটতলা এলাকার একটি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে জহিরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি সনাক্ত করে। এদিকে মৃতদেহটি উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জহিরের অটো রিক্সাটি ছিনতাই করে তাকে হাত-পা বেধে পুকুরের পানিতে ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা। এঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরর পর ও ময়না তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।