
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় মা, ছোট ভাই ও খালাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে বাড়ির উঠোনে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঐ বাড়ির বড় ছেলে। এঘটনা ঘটে বেড়ার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের নতুন চারাবটতলা নামক স্থানে। নিহতরা হলো স্থানীয় মিঠুর স্ত্রী বুলি খাতুন (৪০) ও তার ছেলে তুষার (১০) এবং বক্কারের স্ত্রী লসিমন (৪৫)। ঘটনার পর থেকে মিঠুর বড় ছেলে তুহিন পলাতক রয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, পুলিশের ধারনা মিঠুর বড় ছেলে মাদকাসক্ত তুহিন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন। পুলিশ ঘটনাস্থলে প্যৌছেছে।