কেন্দুয়ায় ৪ মিষ্টির দোকানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি : ওজনে কম দেয়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ পরিবশনের দায়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চারটি মিষ্টির দোকানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শাহিতপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এ জরিমানা আদায় করা হয়।

মঙ্গল মিষ্টান্ন ভান্ডার, আজিজুল মিষ্টান্ন ভান্ডার, মজিবুর মিষ্টান্ন ভান্ডারে প্রত্যেককে ২ হাজার করে ৬ হাজার টাকা ও লোকমান হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম জানান, বাজার মনিটরিংয়ে বের হলে দোকানগুলোর অত্যন্ত নাজুক পরিস্থিতি পরিলক্ষিত হয়।

বাসি পচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ পরিবেশনের অপরাধে চারটি মিষ্টির দোকানে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, কেন্দুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুরসহ জেলা পুলিশ সদস্যরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।