
ময়মনসিংহ অফিস: ভোর রাতে ডিবি পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জে মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলির খোসা এবং দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। নিহত মাদক ব্যবসায়ী বাচ্চুর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী জানান,গত রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের চৈতলামারী নামকস্থানে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি) আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে (৪২) পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইশ’ পিস ইয়াবা ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এঘটনায় আহত জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল রাসেদ ও সেলিম পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।