আবারো কেন্দুয়ার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ডা. কামরুজ্জামান

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন, বলাইশিমুল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় গত শুক্রবার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র অভিভাবক সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত করেন। ডা. কামরুজ্জামান এর আগেও এ বিদ্যালয়ের এডহক কমিটির দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। সভাপতির দায়িত্ব পালনকালে ডা. কামরুজ্জামান শিক্ষার গুণগত মান উন্নয়নসহ বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেন। এছাড়া উপজেলার শিবপুর বাউশারী দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।