কলমাকান্দায় অভিভাবকের ঘুষিতে প্রধান শিক্ষকের মৃত্যুর অভিযোগ: বিচারের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় ছাত্র অভিভাবকের ঘুষিতে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের (৫০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে কলমাকান্দার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ে ঘুষি দেয়ার ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দুলাল কলমাকান্দার পোগলা গ্রামের মৃত মো. মহিম উদ্দিনের ছেলে।
এদিকে প্রধান শিক্ষকের মৃত্যুর সংবাদ শুনে আজ সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কলমাকান্দা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
উদয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোনায়েম তালুকদার জানান, দেলোয়ার হোসেন মৃত্যুর আগে জানিয়েছিলেন-৭ম শ্রেণির ছাত্র মারুফ আহমেদকে ষান্মাসিক পরীক্ষার ফি এনে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলায় মারুফের বাবা চাঁন মিয়া ক্ষিপ্ত হন। এরপর চাঁন মিয়া কয়েকজন স্বজন মিলে বিদ্যালয়ে গিয়ে ওই প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পরে। এক পর্যায়ে চাঁন মিয়া প্রধান শিক্ষকের বুকে স্বজোরে ঘুষি দিলে প্রধান শিক্ষক আহত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় মমেক হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জান ঘটনার সত্যতা স্বীকার করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনমিয়া সহ আটজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই আলাল উদ্দিন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।