নেত্রকোণা সদর উপজেলা যুবদলের আহবায়ক তিলক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলা যুবদলের আহবায়ক, নেত্রকোণা সরকারী কলেজের সাবেক এ জি এস ইফতে খায়রুল ইসলাম তিলককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
নেত্রকোণা ডিবি পুলিশের ওসি আমীর তৈমুর ইলী জানান, নেত্রকোণা ডিবি পুলিশের একটি টিম গত শুক্রবার গভীর রাতে জেলা শহরের কুরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিনি জানান, তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।