
সোহান আহমেদ: নেত্রকোণায় জেলা মটরযান পরিবহন কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার দিনব্যাপী ভোট গ্রহন শেষে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে মোঃ সিদ্দিকুর রহমান (চাকা প্রতীক) ৬ হাজার ৭৫ ভোট পেয়ে জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপিত নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বদ্ধি হিসেবে গরুর গাড়ী প্রতীকে সাবেক সভাপতি আব্দুল কদ্দুস পেয়েছেন ৩ হাজার ৪শ ৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে ৫ হাজার ৩ শ ২৮ ভোট পেয়ে মোঃ আদব আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বদ্ধি হিসেবে হারিকেন প্রতীক নিয়ে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ৪ হাজার ৪শ ৭৮ ভোট পেয়েছেন। এছাড়াও কার্যকরী সভাপতি পদে আব্দুল জলিল, সহ-সভাপিত মোঃ বজলুর রহমান, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সহ- সাধারন সম্পাদক আরিফুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সলতু মিয়া, প্রচার সম্পাদক শেখ সেলিম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন নির্বাচিত হয়েছেন। ত্রি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ১০টি পদে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলে টানা বিকাল ৪ টা পর্যন্ত। এতে জেলার ১০টি উপজেলার ১২ হাজার ৪ শ ৩৪ জন ভোটার থাকলেও ভোট প্রয়োগ করেন প্রায় সাড়ে ৯ হাজার ভোটার। শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষে শুরু হয় গননা। দীর্ঘ ১২ ঘন্টা গননা শেষে শনিবার বিকেলে বারহাট্টা রোডস্থ জেলা পরিবহন কর্মচারী শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা কমিটির আনুষ্ঠানিকতায় সকল প্রার্থীদের উপস্থিতিতে ফলাফলা ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বুলবুল আহমেদ, এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান সহ অন্যান্যরা।