কেন্দুয়ায় ইডিএ শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ

কেন্দুয়া প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) ২০১৭ সালের শিক্ষাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পৃথকভাবে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন, ইডিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ। এ সময় ইডিএ’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান আজাদী, গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আফজালুন্নেছা রুমী, দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গড়াডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।