
এস,এম সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে বৃহস্পতিবার উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ী ফুলকলি সমাজবিত্তিক সংগঠন সিবিওর তথ্য ও যোগাযোগ সেবা কেন্দ্রকে ল্যাপটপ প্রদান করেছে রিকল ২০২১ প্রকল্প।
এই সেবা কেন্দ্রে বিনামূল্যে জনগনকে কৃষি, জমি সংক্রান্ত,শিক্ষা বিষয়ক,স্বাস্থ্য বিষয়ক, আইন ও অধিকার জন্ম বিষয়ক তথ্য, মৃত্যু নিবন্ধন সংশোধন এবং সনদ প্রাপ্তিতে সহায়তা, সরকারী সকল সেবা প্রাপ্তির সকল তথ্য, বেসরকারী প্রাইভেট সেক্টরের যাবতীয় তথ্য প্রদানে সহায়তা করবে সংস্থাটি।
ইউএনও মো: মেহেদী মাহমুদ আকন্দ আনুষ্ঠানিক এই সেবা কেন্দ্রের সভানেত্রী করুনা আক্তারের হাতে ল্যাপটপটি বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ মিজানুর রহমান ও মৃনাল কান্তি চক্রবর্তী । দাতা সংস্থা অক্্রফামের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ।