
বিশেষ প্রতিনিধি: ‘মেধা ও মননে সুন্দর আগামী ‘ এই স্লোগানে অনুষ্ঠিত হল বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ এর নেত্রকোণার জেলার প্রতিযোগিতা।
২৮ জুন নেত্রকোণা সরকারী কলেজের কনফারেন্স কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন নেত্রকোণা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: মোতাহার হোসেন, পিকেএসএফ’র উপ ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। নেত্রকোণা জেলার ১০টি উপজেলা থেকে প্রাথমিক পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে নৈতিকতা-মূল্যবোধ, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুনাবলী ও সৃজনশীল বিষয়ে পরীক্ষা দিয়ে ১০ জন মেধাবী জাতীয় সম্মেলন অংশগ্রহণ করার ইয়েস কার্ড, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।