
মোঃ তোফাইল ইসলাম শাহীন: নেত্রকোণায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত দিনব্যাপী সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নেত্রকোণা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পাবলিক হলরুমে একেএম মোক্তাছিম বিল্লাহর সঞ্চালনায়, এসএম মোহাইমোনুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল বাতেন মেডিকেল অফিসার ডাঃ উত্তম পালসহ অন্যরা। প্রশিক্ষণে ৫৮৮ জন হজ্ব যাত্রী প্রশিক্ষণে অংশ নেন।