
কেন্দুয়া প্রতিনিধি: জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আলোচনা সভা এবং ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতা প্রতিযোগিতয় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।