নাটোরে ১৬ মাদকসেবী ও ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নাটোর প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদনান চৌধুরী আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
র‌্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৬ জনকে আটক এবং মাদকদ্রব্য ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাদকদ্রব্য, সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী নষ্ট করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।