দুর্গাপুরে যুব মহিলা লীগের পরিচিতি ও মতবিনিময় সভা

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সোমবার সকালে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেত্রীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক রাখী দ্রং এর সঞ্চালনায় যুব মহিলা লীগ‘র উপজেলা আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ‘র সহ:সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান, পৌর যুবলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম মড়ল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধরণ সম্পাদক এসএম কামরুল হাসান জনি, যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবমহিলা লীগের যুগ্ন আহবায়ক জবা সরকার, পারুল বেগম, মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।