
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গত ২১জুন থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর জাতীয় পর্যায়ের খেলা।
এ উপলক্ষে রোববার বিকেলে দুর্গাপুর ইউনিয়ন মাঠে দু-পর্বের খেলা শেষে সর্বমোট ১৮টি দলকে হারিয়ে আগাঢ়, দশাল, মিনকী ও ফারংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে আগামী ২৭জুন উপজেলা সদরে অনুষ্ঠিত হবে। এবার দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রায় ১১৯টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।
এ নিয়ে আগাঢ় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান লিটন বলেন, বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন সহ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ও মনোবল বৃদ্ধিসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ২০১১ সাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। এ টুর্নামেন্ট দুটি ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে হয়ে জাতীয় পর্যায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।