
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন কৃষি তথ্য সেবা ও প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করেছেন নেতকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। সোমবার এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল¬াহ আল-মামুন, উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া, পোগলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মো: মিরাজ আলী ও হাসান মিয়া প্রমুখ। এক কোটি তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে উক্ত ভবনটি নির্মাণ করা হচ্ছে।