ময়মনসিংহে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি: আটক ৪

ময়মনসিংহ থেকে দেলোয়ার হোসেন : ময়মনসিংহে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে নান্দাইল থানায় চাঁদা নিতে গেলে তাদের আটক করে পুলিশ। পরে দুপুর ৩ টার দিকে তাদের ময়মনসিংহ জেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। আটককৃতরা হলো উপজেলা ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি রাজু (২৯), সাংগঠনিক সম্পাদক রয়েল (২৬), সদস্য টিটু (২৯) ও কামরুল (২৫)। পুলিশ জানায়, গত কাল সকাল ১০ টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়ার কাছে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা নিতে তার চারজন নেতাকর্মী থানায় পাঠায় ফয়সাল। পরে থানায় গিয়ে তারা পুলিশকে টাকার জন্য চাপ দেয়। একপর্যায়ে পুলিশ ওই চারজনকে আটক করে। নান্দাইল উপজেলা ছাত্রলীগের বর্তমান কোন কমিটি নেই। সাবেক কমিটির নেতাকর্মীরাই উপজেলা ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করছে বলেও জানিয়েছে পুলিশ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।