ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: নিহত-২

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুর্ব সদরদী নামক বাসষ্টান্ডে শনিবার সকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়। এত ঘটনাস্থলে বাসের চালক অজ্ঞাত(৪৫) ও হেলপার(৪০) মারা যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী গুরুত্বর আহত হয়। তাদেরক ভাঙ্গা ও ফরিদপুর মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। খবর পেয়ে ভাঙ্গা সিভিল ডিফেন্স ও হাই-ওয়ে থানা পুলিশ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজার রহমান জানায়, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে আসা তুহিন পরিবহন (ঢাকা মেট্রা ব-১১-০০৯৯) দুর্ঘটনাস্থলে আসলে বাসটির সামনের চাকা ফেটে যায়। সেসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে চলে যায়। দুর্ঘটনায় বাসটি সামনের অংশ দুমড় মুচড়ে যায়। গুরুত্বর আহতরা হলো, নুরুল আমিন(৫৫), রফিকুল ইসলাম(৩৫), সাহান শরীফ(৪৫), ছাটন সর্দার(২০), ইভা কীর্তনীয়া(২৩), মালা কীর্তনীয়া(২৫), বীথী রানী(৪০), জহিরুল ইসলাম(৫০), মনির ব্যাপারী(৩০), রজক হাসান(৪০), তনু শরীফ(৫০), বনানী সরকার(৩৫)। নিহত ও অধিকাংশ আহতেদর বাড়ী রাজশাহী বিভাগের নবাবগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়াতপুর ও পটুয়াখালী জেলায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।