কেন্দুয়ায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোনয়ন প্রত্যাশী সালমা আক্তারের শোডাউন

কেন্দুয়া প্রতিনিধি: আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে শনিবার দুপুরে এক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সালমা আক্তারের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য বিশাল শোডাউনটি কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিরাং রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে গিয়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সালমা আক্তার। বিশাল এ শোডাউনে জেলা যুবলীগের সদস্য আব্দুল ওয়াহাব ঝুটন ও জেলা তাঁতীলীগের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ভূইয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় কাঙালীভোজ অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।