নাটোরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও সহযোগীর মৃত্যুদন্ডাদেশ

 নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়ায় গৃহবধু রেজেনা পারভীন রুপালীকে হত্যার দায়ে স্বামী শাহমীম হোসেন ও তাঁর সহযোগী বন্ধু রমিজুল আলমের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা পলাতক রয়েছে।
আদালত সুত্র ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ডিসেম্বর দুপুরে সিংড়া উপজেলার বাঁশের ব্রীজ এলাকার একটি ধানের জমিতে কাজ করার সময় সেখানকার শ্রমিকরা জমিতে থাকা খড়ের স্তুপের পাশে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে তার জামাই শাহমীম হোসেন ও জামাইয়ের বন্ধু রমিজুল আলমের নামে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পর পুলিশ স্বামী শাহমিম হোসেনকে বগুড়ার ফুলবাড়ী এলাকা থেকে আটক করে এবং অপর আসামী পলাতক থাকে। এরপর অভিযুক্ত শাহমীম হোসেন আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযুক্তদের মধ্যে শাহমিম হোসেন ও রমিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘদিন মামলার স্বাক্ষী প্রমান শেষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম আসামীদের মৃত্যুদন্ডের আদেশ দেন। আদালতের রায় ঘোষনার সময় কোন আসামীই উপস্থিত ছিলেন না।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।