
ময়শনসিংহ অফিস: প্রধানমন্ত্রীকে নিজের সমস্যার কথা এসএমএস করে জানিয়ে প্রতিকার পেলেন ময়মনসিংহের এক অটো রিক্সা চালক। জেলার তারাকান্দা উপজেলার আব্দুস সামাদ নামে সেই অটো রিক্সা চালক এখন এলকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন। নিজের অটো রিক্সা হারিয়ে কোন কুলকিনারা না পেয়ে ইন্টারনেট থেকে সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর, সাহায্য চেয়ে পাঠান এসএমএস। আর এতেই কপাল খুলে এই অটোরিক্সা চালকের।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অটো রিক্সা চালক আবদুস সামাদ। গত ২৮ মে তার অটো রিক্সাটি গেরেজ থেকে হারিয়ে যায়। সংসার চালানোর এক মাত্র অবলম্বন অটোরিক্সাটি হারিয়ে, পথে বসে যাওয়ার উপক্রম হয় তার। উপায়ান্তর না দেখে ইন্টারনেট থেকে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন তিনি। “মা তুমি সারা দেশের মা। আমাকে একটু সাহায্য করুন।”
এই কথা লিখে গত সোমবার ঐ নম্বরে একটি এসএমএস পাঠান তিনি । আবদুস সামাদ জানান, ধার দেনা করে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে একটি অটোরিক্সা কিনেন তিনি। এর আয় থেকেই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে চলে তার সংসার। স্কুলে যায় তার দুই সন্তান। কোন উপায় না দেখে নিজের মোবাইলে এমপি মন্ত্রির নম্বর লিখে গুগল সার্চ করেন তিনি। দেখতে পান প্রধানমন্ত্রীর নম্বর লেখা একটি নম্বর। পাঠিয়ে দেনে এসএমএস। তবে এই এসএমএস প্রধানমন্ত্রীর নজরে আসবে ভাবেননি তিনি। গতকাল বুধবার বাড়িতে পুলিশ হাজির! তারা জানতে চায় কোন এসএমএস পাঠিয়েছে নাকি। প্রথমে ভয় পেয়ে যান। বৃহষ্পতিবার পুলিশ সুপার তার অফিসে ডেকে নিয়ে আমার হাতে একটি অটো রিক্সা তুলে দেন। আমি কল্পনাই করতে পারছিনা এসব। সবই স্বপ্ন মনে হচ্ছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জানান, এসএমএসটি নজরে আসে প্রধানমন্ত্রীর। দেন নির্দেশনা। আমরা আবদুস সামাদকে খুঁজে বের করে নেই প্রয়োজনীয় ব্যাবস্থা।