দুর্গাপুরে বিশ্ব সঙ্গীত দিবস পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে দিবস কেন্দ্রীক আলোচনা করেন সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, এনসি সরকার, নাট্য ব্যক্তিত্ব সুমন রায় প্রমূখ। বক্তারা বলেন, দেশের সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌছাতে রাষ্ট্রের বিশেষ ভূমিকা থাকতে হবে। এ বিষয়ে শিল্পীদের পৃষ্ঠপোষকতা না করলে সঙ্গীত কখনও লক্ষ্যে পৌঁছতে পারবে না। সঙ্গীতকে আন্তর্জাতিক ও বিশ্ব দরবারে পৌছাতে সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে উপস্থিত শিল্পীবৃন্দ বিভিন্ন ধারার কবিতা, দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।