নেত্রকোণায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে ডাঃ আনোয়ারুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনে মনোনয়ন প্রত্যাশী নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নেত্রকোনা ও বারহাট্টা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন।
তিনি সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য, প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর হাজী মোহাম্মদ আবু আব্বাছের কবর জিয়ারতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ শুরু করেন। পরবর্তীতে তিনি কাইলাটী ইউনিয়নের বালুয়াকান্দা বাজার, পচিকা বাজার, কান্দি বাজার, শোলপাই বাজার, চাপান বাজার, বটতলা বাজার, চল্লিশাকান্দা বাজারে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেন। তিনি মঙ্গলবার সদর উপজেলার রুই প্রতাবপুর, বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী, মনাস বাজার, বাউশী বাজার, হারুলিয়া বাজারে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান মশু, সাবেক চেয়ারম্যান নাজমুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান খান খসরু, মোশতাক আহমেদ, আশিক আহমেদ কমল, বারহাট্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এনাম আহমেদ, সাইফুদ্দিন আহমেদ লেলিন, সাবেক ছাত্র নেতা সানাউল্লাহ, মোশাররফ হোসেন দুলাল, আব্দুল আজিজ, শহিদুর রহমান বাবুল, যুবদল নেতা কামরুল হক, মোঃ ফারুক তালুকদার, শ্রমিক দল নেতা ইদ্রিস আলী, তানভীর আহমেদ, আনোয়ার পারভেজ, আক্কাস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম, সিরাজুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল আলম সবুজ ও আশরাফুল ইসলাম মিন্টু প্রমূখ।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে চলমান আন্দোলনকে আরো বেশী বেগবান করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।