খালিয়াজুরীতে ভিজিএফের ৪০ বস্তা চাল জব্দ

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদের গুদামে ৪০ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় খালিয়াজুরী থানার লেপসিয়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক, মোঃ আব্দুল কাইয়ুম জানান, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লা আল মামুন বাবু এর নির্দেশে ৩০ কেজির ৪০ বস্তা চাল জব্দ করা হয়। জানা গেছে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় হতদরিদ্র ব্যক্তি বা পরিবারকে ভিজিএফের চাল প্রদানের জন্য চাকুয়া ইউনিয়নের ৭০২টি কার্ডের বিপরিতে ১৭.১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী ঐ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১১ জুন চাল উত্তোলন ও ১৪ জুনের মধ্যে বিতরনের নির্দেশ দেওয়া হয়। ৭০২ টি কার্ডের মধ্যে ৫৮২টি কার্ডের চাল বিতরণ করা হলেও ১২০টি কার্ডের চাল গতকাল সোমবার স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে লেপসিয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ ইউনিয়ন পরিষদের গুদামে অভিযান চালিয়ে ভিজিএফের ৪০ বস্তা চাল জব্দ করেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগে কেউ চাল নিতে আসেনি, তাই কিছু চাল রয়ে গেছে। এব্যপারে মহিলা বিষয়ক কর্মকর্তা (তদারকী কর্মকার্ত) আব্দুর রউফ সরকার বলেন, ভিজিএফের চাল বিতরণের বিষয়ে আমি কিছুই জানিনা। বিতরণের সময় আমি উপস্থিত ছিলাম না এবং মাষ্টার রোলে কোনদিনই আমার স্বাক্ষর নেওয়া হয়নি। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লা আল মামুন বাবু বলেন, জব্দকৃত চাল ঈদের পূর্বে হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা ছিল। এব্যপারে তদন্ত করে যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।